• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ট্রাম্প: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৪
যুক্তরাষ্ট্র, রাশিয়া
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছেন।

শনিবার রুশ সম্প্রচার মাধ্যম চ্যানেল ওয়ানে প্রচারিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভকে এই কথা বলতে দেখা যায়। এদিন তার সাক্ষাৎকারের একটি অংশ প্রচারিত হয়। খবর রুশ সংবাদ সংস্থা তাসের।

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংক্ষিপ্ত চিঠি পাঠিয়েছেন। তিনি দুই দেশের মধ্যকার সমস্যাগুলো সমাধান করতে প্রস্তুত আছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে দেশটি সফর করেন। তাকে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও কথা হয় তার।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারভা জানান, এই সফরের পর তারা নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং কৌশলগত স্থিতিশীলতার পাশাপাশি সিরিয়া ও আফগানিস্তানের দিকে দৃষ্টিনিবদ্ধ করেছেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh