• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন, আশা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ভোটে ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হলেও প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন বলে আশা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার তার এই আশার কথা জানান বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স।

পুতিন বলেন, মনে হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে করা অভিযোগগুলো স্বপ্নে পাওয়া। তাই যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্প অভিশংসিত হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন স্টার্ট অস্ত্র চুক্তি করতে প্রস্তুত আছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এ প্রস্তাবের বিষয়ে এখনও সাড়া পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

স্থানীয় সময় বুধবার ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ভোটে অভিশংসিত হন ট্রাম্প।

ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের প্রত্যেকেই ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেন। অন্যদিকে ক্ষমতাসীন দল রিপাবলিক পার্টির সদস্যদের প্রত্যেকেই অভিশংসনের বিরুদ্ধে ভোট দেন।

অভিশংসন ভোটের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সিনেটের ভোটে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ট্রাম্প। উল্লেখ্য, সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh