• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমান বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ১২:০৫
Plane Crash Kills 9 in US, rtvonline
সিএনএন থেকে নেয়া

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটোয় উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই শিশুসহ নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। কর্মকর্তারা জানিয়েছেন, শীতকালীন ঝড়ের হুঁশিয়ারির মধ্যেই উড্ডয়ন করে বিমানটি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এক মাইল দূরে বিধ্বস্ত হয় সিঙ্গেল ইঞ্জিনের ওই বিমানটি।

ব্রুল কাউন্টি স্টেটের অ্যাটর্নি থেরেসা মোল রুসো বলেছেন, নিহতদের মধ্যে বিমানটির পাইলটও রয়েছেন। তিনি জানান, বিমানটিতে সবমিলিয়ে ১২ জন আরোহী ছিলেন। বেঁচে যাওয়া তিনজনকে সিওক্স ফলসের হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বেলা ১২টার কিছুক্ষণ আগে পশ্চিমাঞ্চলীয় ইডাহো অঙ্গরাজ্যের ইডাহো ফলস রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি। এদিকে কী কারণে ওই বিমান বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এফএএ। তারা জানিয়েছে, এ ঘটনার তদন্তের দায়িত্বভার থাকবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)-র ওপর।

পরে এক টুইট বার্তায় এনটিএসবি জানায়, তারা ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh