logo
  • ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬

দিল্লিতে অক্সিজেন বার, ১৫ মিনিটের বিশুদ্ধ অক্সিজেনের মূল্য ২৯৯ রুপি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ নভেম্বর ২০১৯, ২০:০৫ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৩২
ভারত, দিল্লি
ভারতের গণমাধ্যম আনন্দবাজার
ভারতের দিল্লিতে খোলা হয়েছে অক্সিজেন বার। এখানে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাবে বলে জানানো হয়েছে। বারটির নাম অক্সি পিওর। খবর ভারতের গণমাধ্যম আনন্দবাজারের।

এই বছরের মে মাসে অক্সি পিওর উদ্বোধন করা হয়। দিল্লির বাসিন্দাদের কাছে এই বারের জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি বারটির কর্মকর্তাদের।

দিল্লির সাকেত এলাকার সিটি ওয়াক মলে অবস্থিত এই বারে একবারে ১৫ মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন দেয়া হচ্ছে। সাতটি সুগন্ধের সঙ্গে পাওয়া যাচ্ছে এই অক্সিজেন।

অক্সি পিওরের এক কর্মকর্তা জানান, ক্রেতা যে সুগন্ধটি পছন্দ করবেন, সেটির সঙ্গেই তাকে বিশুদ্ধ অক্সিজেন দেয়া হচ্ছে।

এই কর্মকর্তার দাবি, বিশুদ্ধ অক্সিজেন নিলে শরীরে বাড়তি শক্তি পাওয়া যায়, ভালো ঘুম হয়, ত্বক সুন্দর দেখায়, মানসিক অবসাদ কমে এবং হজম শক্তি বাড়ে। সব মিলিয়ে শরীর ও মন ভালো থাকে।

অক্সি পিওরে ১৫ মিনিট বিশুদ্ধ অক্সিজেন নিতে ২৯৯ রুপি দিতে হবে। দিল্লি বিমানবন্দরেও একটি বার খোলা হবে বলেও জানানো হয়েছে অক্সি পিওরের পক্ষ থেকে।

আরো পড়ুন

কে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়