• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠলে লাভ সবার: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৯, ২২:৪৭
ইরান, ইমরান খান
সংগৃহীত

ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠলে পাকিস্তানসহ এই অঞ্চলের সব দেশের লাভ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের।

তিনি বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দক্ষিণ, পশ্চিম ও মধ্য এশিয়ার শান্তি ও উন্নয়ন বিষয়ক এক সেমিনারে এই মন্তব্য করেন।

ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান এই অঞ্চলের বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। এতে শুধু ইরান নয় আশেপাশের দেশগুলোও উপকৃত হবে। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তান সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায়।

ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব নিরসনে নিজের উদ্যোগের প্রতি ইঙ্গিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিক উপায়ে সমস্যাটির সমাধান করা উচিত। উভয় দেশ পাকিস্তানের কঠিন সময়ে সাহায্য করেছে। আমি বলেতে চাই উত্তেজনা ও যুদ্ধের মাধ্যমে কখনোই উন্নয়ন সম্ভব নয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh