• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

তথ্য ফাঁসকারীর সাজা কমালেন ওবামা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৭, ১২:৩১

উইকিলিকসের কাছে আমেরিকার তথ্য ফাঁসকারী চেলসি ম্যানিংয়ের সাজার মেয়াদ কমালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসছে ১৭ মে কারামুক্ত হবেন তিনি। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ফোনালাপ উইকিলিকসের কাছে ফাঁস করে দেন ম্যানিং।

আমেরিকার গোপন তথ্য ফাঁস করে তোলপাড় সৃষ্টি করেছিলেন তৃতীয় লিঙ্গের এ ব্যক্তি। তথ্য ফাঁসের অপরাধে ২০১৩ সালে ৩৫ বছরের সাজা দেন আদালত। সাজা অনুসারে ২০৪৫ সাল পর্যন্ত কারাগারে থাকার কথা ছিলো তার।

কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা সাজার মেয়াদ কমানোয় ১৭ মে ছাড়া পাবেন ২৯ বছরের চেলসি।

কানসাস রাজ্যের লিভেনয়োর্থ কারাগারে আছেন চেলসি। গেলো বছর দু’বার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অনশনও করেছিলেন একবার। কারা কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের আশ্বাসে অনশন ভাঙেন চেলসি।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টরা ক্ষমতার শেষ দিনগুলোতে দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ ও সাজার মেয়াদ কমিয়ে থাকেন। সে নিয়ম অনুসারে বারাক ওবামা ৬৪ জনের সাজা মওকুফ করেছেন এবং ২০৯ আসামির সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh