• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাপানে ৩৯ লাখ টাকায় একটি কাঁকড়া বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ১৩:১১
a snow crab sold for 39 lakh taka at auction in japan
ছবি সংগৃহীত

জাপানে একটি কাঁকড়া বিক্রি হয়েছে ৪৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ টাকায়। দেশটির রাজধানী টোকিওতে বৃহস্পতিবার এই নিলাম হয়। সেখানেই এই তুষার কাঁকড়া (স্নো ক্র্যাব) রেকর্ড দামে কিনে নেন এক ব্যক্তি।

ওই স্নো ক্র্যাবটির ওজন এক কেজি ২০০ গ্রাম। স্থানীয় একজন ব্যবসায়ী এত দাম দিয়ে ওই কাঁকড়াটি কিনে নেন।

আসলে জাপানের টটোরি এলাকায় এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতকালীন সামুদ্রিক খাবারের মৌসুম। সেখানে অনেক সময় দেখে ভাল লেগে গেলে অনেকেই চড়া দাম দিয়ে এমন কাঁকড়া বা টুনা মাছ কিনে নেন। তবে এই কাঁকড়াটি একজন স্থানীয় খুচরা ব্যবসায়ী কিনেছেন। তিনি সেটি বড় কোনও জাপানি রেস্তরাঁয় বিক্রি করবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

যে এলাকায় কাঁকড়াটি নিলাম হয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দাবি করেছেন, একটি কাঁকড়ার ক্ষেত্রে এটি বিশ্বে সবচেয়ে বেশি দাম। এই কাঁকড়ার দামের বিষয়টি যাতে গিনস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে তার আবেদন করা হবে বলেও জানিয়েছে কর্মকর্তারা।

আরো পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
X
Fresh