• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

টাঙিয়ে রাখতে হবে মদ্যপায়ীদের তালিকা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:২২

মদ্যপায়ীদের নিয়মিত নাম-পরিচয়ের তালিকা রাখতে মদের দোকানগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। মদ্যপান কমাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মালাইয়া জানান, মদের দোকানগুলো তাদের নিয়মিত ক্রেতাদের একটি তালিকা করে রাখবে। নিয়মিত যারা দোকানে হাজির হন তাদেরকে চিনে রাখাটা সহজ। ওই ক্রেতাদের আসক্তি নিরাময়ের জন্য চিকিৎসার প্রয়োজন আছে কিনা, তা এই তালিকার তথ্যগুলো কাজে লাগিয়ে জানার চেষ্টা করা হবে।

সোমবারের প্রাদেশিক কেবিনেটে মধ্যপ্রদেশের ২০১৭-১৮ সালের আবগারী নীতিতে এ উদ্দেশ্যে আরো কিছু কঠোর সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।

এর আগেই অবশ্য বিজেপি সরকার বলেছিল, মধ্যপ্রদেশে নতুন কোনো মদের দোকান খুলতে দেয়া হবে না।

এসব ছাড়াও সরকার মদ্যপান বিষয়ক সচেতনতা তৈরিতে প্রচারণা কর্মসূচি, যোগ ও মেডিটেশন থেরাপি সেন্টারের পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আবার কোনো ব্যক্তি ৩ বারের বেশি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করারও ঘোষণা দিয়েছে সরকার।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh