• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফ্লোরিডায় স্থায়ী বাসস্থানে চলে যাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ নভেম্বর ২০১৯, ১৯:৪০
যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, তিনি নিউইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে স্থায়ী বাসস্থান গড়ে সেখানে চলে যাবেন।

ডোনাল্ড ট্রাম্পের দাবি, নিউইয়র্কে তাকে অত্যন্ত খারাপভাবে দেখা হয়। তিনি এক টুইটে বলেন, আমি ও আমার পরিবার ফ্লোরিডার পাম বিচে স্থায়ী বাসস্থান গড়ে তুলবো।

তিনি বলেন, আমি নিউইয়র্কের অধিবাসীদের প্রশংসা এবং কল্যাণ কামনা করি কিন্তু এখানে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করা সত্ত্বেও এখানকার রাজনৈতিক নেতারা আমাকে খুব খারাপভাবে মূল্যায়ন করে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় অধিবাসী ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া তাদের স্থায়ী বাসস্থান ম্যানহাটন থেকে পাম বিচে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।

আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের স্থায়ী বাসস্থান পরিবর্তনের বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা কোনও মন্তব্য করেনি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কর সংশ্লিষ্ট ব্যাপারে তিনি বাসস্থান পরিবর্তন করছেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
X
Fresh