logo
  • ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫০ জন, আক্রান্ত ১৯১৮ জন, সুস্থ হয়েছেন ১৯৫৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

জাতিসংঘের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ওয়াশিংটন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৪ অক্টোবর ২০১৯, ১৩:২২
জাতিসংঘ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের অনেক অর্থ পাওনা থাকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। তারা বলছে, এই বিশ্ব সংস্থার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ওয়াশিংটন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতিসংঘের কাজে বাধা সৃষ্টি করছে। এই বিশ্ব সংস্থার পাওনা টাকা না দেয়ার পাশাপাশি জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদলকে ভিসা না দিয়ে কার্যত নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন।

রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয় সেইসঙ্গে বিশ্বের আরও প্রায় ৫০টি দেশ জাতিসংঘের পাওনা অর্থ পরিশোধ করেনি। শুধু যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে জাতিসংঘের পাওনা প্রায় ১০০ কোটি ডলার।

এদিকে নিউ ইয়র্ক থেকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অর্থের অভাবে জাতিসংঘ এখন তার ইতিহাসের সবচেয়ে কঠিন দিনগুলো অতিক্রম করছে। জাতিসংঘ সদরদপ্তরের রুম হিটারগুলোর পাশাপাশি এস্কেলেটরগুলো এখন বেশিরভাগ সময় বন্ধ থাকছে এবং খরচ কমানোর জন্য কূটনৈতিক মিশনগুলোকে দেয়া সেবা কার্যক্রম বিকেল ৫টার মধ্যে বন্ধ করে দেয়া হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি বলেছেন, তার সংস্থার বর্তমানে ২৩ কোটি ডলার বাজেট ঘাটতি রয়েছে।

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৪০২০ ১৩৯২৫৩ ৩২৩৪
বিশ্ব ১৮২৫২২৭৫ ১১৪৫৫৭৮০ ৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়