logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অপারেশন পিস স্প্রিং শুরু: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ অক্টোবর ২০১৯, ১৯:১৯
তুরস্ক, সিরিয়া
ফাইল ফটো (তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি থেকে নেয়া)
সিরিয়ার উত্তরাঞ্চলে পিকেকে/ওয়াইপিজে ও আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে তুর্কি সৈন্য এবং সিরিয়ান ন্যাশনাল আর্মির অপারেশন পিস স্প্রিং শুরু হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান বুধবার স্থানীয় সময় বিকেল চারটা ১০ মিনিটে এক টুইটার পোস্টে এই কথা জানান বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তিনি জানান, তুরস্কের লক্ষ্য হলো দক্ষিণ সীমান্তের সন্ত্রাসীদের নির্মূল করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং মানুষকে সন্ত্রাসীদের থেকে রক্ষা করবে তুরস্ক।

তিনি বলেন, আমরা অপারেশন পিস স্প্রিংয়ের মাধ্যমে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে সিরিয়ার শরণার্থীদেরকে তাদের দেশে ফেরাতে সক্ষম হব।

অপারেশন পিস স্প্রিং তুরস্কের বিরুদ্ধে দেয়া সন্ত্রাসীর হুমকি দূর করবে বলেও উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

কে/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়