logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬

আর্থিক সংকটে কর্মীদের বেতন দিতে পারছে না জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ অক্টোবর ২০১৯, ১৩:৩৯
অ্যান্তোনিও গুতেরেস
ছবি: সংগৃহীত
বড় ধরনের অর্থ সংকটে পড়েছে জাতিসংঘ। সংকটের কারণে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের ঠিকমতো বেতন দেয়া সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের বর্তমানে প্রায় ২৩ কোটি ডলার অর্থ ঘাটতি রয়েছে। আর তহবিলে যা আছে তা এ মাসেই শেষ হয়ে যাবে। সোমবার (৭ অক্টাবর) জাতিসংঘের ৩৭ হাজার কর্মীর উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এসব কথা বলেন।

গুতেরেস বলেন, চলতি অক্টোবরেই শেষ হয়ে যেতে পারে আমাদের সব তহবিল। তিনি বলেন, কর্মীদের বেতন দেয়ার ক্ষেত্রে জাতিসংঘকে এখন এক অস্থায়ী ও বিকল্প পথ গ্রহণ করতে হবে। সদস্য রাষ্ট্রগুলোর অর্থায়নে মোট বাৎসরিক বাজেটের মাত্র ৭০ শতাংশই পূরণ সম্ভব হয়।

চিঠিতে তিনি আরও লিখেছেন, এর মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতি হয়েছে প্রায় ২৩ কোটি ডলার। যে কারণে চলতি অক্টোবরের শেষদিকে আমাদের অর্থ সরবরাহ পুরোপুরি থমকে যেতে পারে।

এদিকে অতিরিক্ত ব্যয় কমাতে প্রয়োজন ছাড়া কনফারেন্স ও বৈঠক স্থগিত করার কথা বলেছেন গুতেরেসে। একই সঙ্গে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতাও কমিয়ে আনার দিকে নজর দিতে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আর্থিক সংকট কাটাতে চলতি বছরের শুরুর দিকে সদস্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন গুতেরেস। তবে তার ওই আহ্বানে সাড়া মেলেনি তখন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়