• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১১ তালেবান সদস্যের মুক্তির বিনিময়ে তিন ভারতীয়ের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ অক্টোবর ২০১৯, ২২:৩৮
ভারত, তালেবান
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

আফগানিস্তানের ১১ তালেবান সদস্যের মুক্তির বিনিময়ে অপহৃত তিন ভারতীয় প্রকৌশলী মুক্তি পেয়েছেন। জঙ্গি গোষ্ঠীটির একাধিক সূত্র যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসিকে বিষয়টি জানিয়েছে।

তালেবানের এই ১১ জ্যেষ্ঠ সদস্যের মধ্যে জঙ্গি গোষ্ঠী হক্কানির এক সদস্য আছেন। আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে অপহরণ করা এই তিন ভারতীয়কে রোববার ছেড়ে দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তালেবান সদস্যদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের উভয় পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে এমন খবর প্রকাশের পরপরই এই বন্দি বিনিময় হলো।

এদিকে আফগান-আমেরিকান কূটনীতিক এবং আফগানিস্তানের পুনর্মিলন বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ পাকিস্তানে তালেবান সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে তালেবানের একটি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার গোপন পরিকল্পনাটি বাতিল করার প্রায় একমাস পর এই বৈঠক করলেন জালমে খালিলজাদ।

একাধিক সূত্র যুক্তরাজ্যের গণমাধ্যমটিকে জানায়, বৈঠকটির একাধিক ইস্যুর একটি ছিল এই বন্দি বিনিময়। মুক্তিপ্রাপ্ত তালেবান সদস্যদের মধ্যে তিনজন গোষ্ঠীটির প্রথম সারির ব্যক্তিত্ব।

তারা হলেন- স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট আব্দুল রশিদ বালুচ, আফগানিস্তানের নিমরোজ প্রদেশের সাবেক ‘শ্যাডো’ গভর্নর এবং শক্তিশালী হক্কানি নেটওয়ার্কের এক সদস্য।

অন্য আটজনকে এই চুক্তির অংশ হিসেবে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মুক্তিপ্রাপ্ত তিন ভারতীয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh