• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সরকারবিরোধী বিক্ষোভ দমনে বাগদাদে কারফিউ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৯, ১০:১৩
বিক্ষোভ
সরকারবিরোধী বিক্ষোভ

ইরাকজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে রাজধানী বাগদাদে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছেন প্রায় ১৫০ জন।

সরকারের দুর্নীতি ও বেকারত্ব বাড়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা রাজধানীর সব প্রধান সড়ক বন্ধ করে দেয়। বিক্ষুব্ধদের দমনে কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ।

বুধবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরও তিন শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সুবিধা। এক বছর আগে প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি দায়িত্ব নেয়ার পর ইরাকে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাখাইনের রাজধানীতে কারফিউ জারি
হরতালেও বাস চলবে, তবে থাকবে সংকট 
গণকারফিউয়ের ঘোষণা ১২ দলীয় জোটের
X
Fresh