• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাদশাহ সালমানের দেহরক্ষীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০
সৌদি আরব, বাদশাহ সালমান, দেহরক্ষী, হত্যা
সৌদির বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই দেহরক্ষীর নাম আব্দুল আজিজ আল ফাঘাম।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইট বার্তায় রোববার এটি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, লোহিত সাগরের উপকূলবর্তী শহর জেদ্দায় ওই দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়।

টুইটবার্তায় আরও বলা হয়, দুই পবিত্র মসজিদের তত্ত্ববধায়কের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম। এদিকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

তবে একটি সূত্রের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘামকে হত্যা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জেদ্দায় বন্ধুর বাড়িতে আল ফাঘামের সঙ্গে মামদুদ আল আলী নামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি মামদুদ আল ফাঘামকে গুলি করে হত্যা করে।

পরে আল আলীকে আত্মসমর্পণের আহ্বান জানায় দেশটির নিরাপত্তা বাহিনী। কিন্তু তিনি তাদের ওপরও গুলি চালান। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় আল আলী।

উল্লেখ্য, মেজর জেনারেল আল ফাঘাম বাদশাহ সালমানের খুবই বিশ্বস্ত দেহরক্ষী ছিলেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh