logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

সলোমনের পর কিরিবাতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬
তাইওয়ান, চীন
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি
সলোমন দ্বীপপুঞ্জের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি দ্বিতীয় দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের কূটনৈতিক সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

সলোমন দ্বীপপুঞ্জ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চারদিন পর বিষয়টি সামনে এলো। এখন অঞ্চলটিতে তাইওয়ানের বন্ধুর সংখ্যা আরও কমে গেল।

এখন তাইওয়ানের স্বশাসিত ভূখণ্ডকে একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা মাত্র ১৫টি।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উই বলেন, বেইজিং আমাদের বন্ধুরাষ্ট্রগুলোকে অ্যারোপ্লেন ও ফেরি কিনতে অর্থ সরবরাহের মাধ্যমে চীনের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করছে।

তিনি বলেন, চীন তাইওয়ানের আন্তর্জাতিক উপস্থিতি চাপা দেয়ার এবং কমানোর চেষ্টা করছে। এভাবে তারা শেষপর্যন্ত তাইওয়ানের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়।

সাই ইং-ওয়েন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সাতটি কূটনৈতিক বন্ধুরাষ্ট্র হারিয়েছে তাইওয়ান। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি ফের অংশ নিতে চান।

চীনের প্রস্তাব হলো, হংকংয়ের মতো তাইওয়ানকেও ‘এক দেশ, দুই নীতি’ কাঠামোর অধীনে পরিচালিত হতে হবে।

তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ইয়েন-কুন তিঙয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এখানকার মানুষ যত সাহসিকতা দেখায়, চীন তত হতাশ হয়।

কে/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়