logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪
ফিলিপাইন, ট্রাক
ছবি: সংগৃহীত
ফিলিপাইনের পুলিশ মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে একটি ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে। একটি সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তিরা। তবে তিবোলি শহরের কাছাকাছি আসার পর ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই হতাহতের ঘটনা ঘটে।

তিবোলি শহরের পুলিশের তদন্তকারী কর্মকর্তা জর্জ তাবায়ান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে আমরা আরও তদন্ত করবো।

পুলিশ প্রাথমিকভাবে ১৫ জন নিহত হওয়ার কথা জানায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়। পরে নিহতের ওই সংখ্যা আপডেট করা হয় বলে জানান তাবায়ান।

তিনি বলেন, এ ঘটনায় নিহতদের মধ্যে এক থেকে ছয় বছর বয়সী শিশুও রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ট্রাকটি চালকও রয়েছে।

জানা গেছে, একটি সমুদ্র সৈকতে একটি সুইমিং পার্টি শেষে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তিরা। এসময় এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ফিলিপাইনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত জুন মাসে এ ধরনের ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একজন হবু বিয়ের কনেসহ ১৩ জন নিহত হয়।

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়