• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটিশ পুরুষের গর্ভে ৪ মাসের সন্তান

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৭, ১৫:১৯

সন্তানের জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ পুরুষ। তিনি লিঙ্গ বদল করতে চেয়েছিলেন। তবে স্যোশাল মিডিয়ায় এক স্পার্ম ডোনারের খোঁজ পেয়ে যান তিনি। ফলে লিঙ্গ বদলের আগেই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন।

২০ বছর বয়সী ব্রিটিশ পুরুষের নাম হেডেন ক্রস। গেলো তিন বছর ধরে তিনি আইনত পুরুষ হিসেবেই আছেন। নারী থেকে পুরুষে পরিণত হতে এরইমধ্যে তিনি হরমোন চিকিৎসা করে কয়েকটি ধাপ পূর্ণ করে ফেলেছেন।

তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানায়, একেবারে পুরোপুরি নারী থেকে পুরুষে পরিবর্তনের আগে সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। হেডেন ফেসবুকের মাধ্যমে একজন স্পার্ম ডোনারের সন্ধান পায়। এখন তিনি কয়েকমাসের মধ্যেই সন্তানের জন্ম দেবেন।

হেডেন সফল হলে তিনিই হবেন সন্তান জন্ম দেয়া প্রথম ব্রিটিশ পুরুষ।

১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা হেডেন জানিয়েছেন, আমি সন্তান চাই এবং আমি জগতের সেরা বাবা হবো।

এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে নারী থেকে পুরুষ হওয়া টমাস বেটি সন্তানের জন্ম দিয়ে প্রথম পুরুষ ‘মা’ হন।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh