• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীর ইস্যুতে ইমরানের সঙ্গে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৫
কাশ্মীর ইস্যু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান,
কাশ্মীর ইস্যুতে ইমরানের সঙ্গে সৌদি-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার তারা এই বৈঠক করেন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাহ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার পাকিস্তানে আসেন।

এসময় তারা ইমরান খানের সঙ্গে কাশ্মীর ইস্যুসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করেন তারা।

এর একদিন আগে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাফাতের দ্বিপাক্ষিক বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
X
Fresh