• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হ্যারিকেন ঝড় থামাতে পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩৭
যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা হ্যারিকেন ঝড় থামাতে পারমাণবিক বোমা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হ্যারিকেন মোকাবেলা বিষয়ক এক বৈঠকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে এই পরামর্শ দেন।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজ ওয়েবসাইট অ্যাক্সিয়োস।

তবে রোববার ওয়েবসাইটটিতে প্রকাশিত এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন।

এই কর্মকর্তা ট্রাম্পকে উদ্ধত করে অ্যাক্সিয়োসকে জানান, আমি একটি উপায় পেয়েছি। আমি একটি উপায় পেয়েছি। আমরা কেন হ্যারিকেনগুলোর বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করি না?

তিনি জানান, আফ্রিকা উপকূল থেকে আটলান্টিক হয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা হ্যারিকেনের ভেতরে বোমা বিস্ফোরণের মাধ্যমে এটিকে তছনছ করে দিতে পারি আমরা।

ট্রাম্পের এসব কথার পর বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

শেষমেশ ট্রাম্প প্রশ্ন করেন, পারমাণবিক বোমা ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা কতটি হ্যারিকেন থামানো যাবে? বৈঠকটি ২০১৭ সালে অনুষ্ঠিত হয় বলে জানায় অ্যাক্সিয়োস।

এদিকে ট্রাম্প সোমবার সকালে টুইট বার্তায় অ্যাক্সিয়োসের প্রতিবেদনে উল্লেখিত তথ্য প্রত্যাখ্যান করেছেন। তিনি কখনই এমন কথা বলেননি বলে দাবি করেছেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh