• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলকে কঠোর জবাব দেয়ার হুমকি ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৯, ১৭:৪৭
ইসরায়েল ইরাক হামলা
ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে ইসরায়েল জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। খবর পার্সটুডের। নূরি আল-মালিকি হচ্ছেন ইসলামী দাওয়া পার্টির মহাসচিব ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী।

তিনি গতকাল বলেন, যদি ইসরাইল ইরাকের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে ইরাক একটি যুদ্ধ ক্ষেত্র তৈরি করবে এবং তাতে ইরানসহ অনেক দেশ জড়িয়ে পড়বে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ইরাকের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই অঞ্চলের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফলে তা রক্ষিত হতে পারে। এ ব্যাপারে সবার দায় দায়িত্ব রয়েছে।

ইসরায়েল যদি ইরাকে হামলার সঙ্গে জড়িত থাকে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং পরিস্থিতি পাল্টে যাবে। গতকাল ইরাকের জাতীয় সংসদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কারিম আলাভিও বলেছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর হামলার ব্যাপারে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
X
Fresh