• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৯, ১৭:১০
পাকিস্তান, যুদ্ধ, ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত
ছবি: সংগৃহীত

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, দেশটির সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, পুলওয়ামার বদলা নিতে শুধু বালাকোটই নয়, পাকিস্তানের বিরুদ্ধে পুরো মাত্রার যুদ্ধের জন্য মুখিয়ে ছিল ভারতীয় সেনাবাহিনী। খবর সংবাদ প্রতিদিনের।

এমনকি পাকিস্তানের ভেতর ঢুকে শিক্ষা দেয়ার সব প্রস্তুতিই নেয়া হয়েছিল। সেই সঙ্গে বিকল্প একাধিক পথও ভেবে রাখা হয়েছিল। বালাকোট দিয়ে আকাশপথে হামলাও সেই বিকল্প ভাবনার মধ্যেই ছিল এবং তা দিয়েই পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত ঘটাতে চেয়েছিল ভারতীয় সেনা।

সোমবার দিল্লিতে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে নিজেদের স্ট্র্যাটেজির কথা এভাবে ভাগ করে নেন ভারতীয় সেনাপ্রধান। এরপরই ফের যুদ্ধ নিয়ে উত্তেজনার চোরাস্রোত বইতে শুরু করেছে।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: অমুসলিমদের কাছে ক্ষমা চাইলেন জাকির নায়েক
-----------------------------------------------------------------