• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অমুসলিমদের কাছে ক্ষমা চাইলেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৯, ১৫:০৯
জাকির নায়েক, ক্ষমা, অমুসলিম
ছবি: সংগৃহীত

নিজের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ভারতের ধর্মীয় বক্তা জাকির নায়েক। তিনি বলেন, প্রকৃতপক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন। বরং তার সমালোচকরা তার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং মনগড়া কথা যোগ করেছে তিনি অভিযোগ করেন।

জাকির নায়েক বলেন, যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাই না।

মঙ্গলবার এক বিবৃতিতে ধর্মীয় এই বক্তা বলেন, কোনও ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করাটা কখনই আমার উদ্দেশ্য ছিল না। এটা ইসলামের মূল শিক্ষার পরিপন্থি। এই ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি বলেও জানান তিনি।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: মালয়েশিয়ার ৭ রাজ্যে জাকির নায়েকের বক্তব্য নিষিদ্ধ
-----------------------------------------------------------------