• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

এক ঝাঁক পাখির ধাক্কার পর যাত্রীবাহী বিমানের ভুট্টা ক্ষেতে অবতরণ, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৯, ১৫:৫৮
বিমান পাখির সঙ্গে সংঘর্ষ রাশিয়া
পাখির সঙ্গে রাশিয়ান বিমানের সংঘর্ষের পর জরুরি অবতরণ, আহত ২৩

এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কার পর রাশিয়ান একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। মস্কোর কাছাকাছি একটি ভুট্টা ক্ষেতে ওই বিমানটি অবতরণ করে। এতে আহত হয়েছেন প্রায় ২৩ জন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উরাল এয়ারলাইন্স এয়ারবাস ৩২১ বিমানটি ক্রিমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এক ঝাঁক শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। এরপরই সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির অনেক ক্ষতি হয়েছে এবং এটি আর উড়তে পারবে না। এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানটিতে যাত্রী এবং ক্রু মিলিয়ে ২৩৩ জন আরোহী ছিল। পাখির সঙ্গে ধাক্কা লাগার পর পরই ক্রুরা তাৎক্ষণিকভাবে বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে এক যাত্রী বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি (বিমান) ভয়াবহভাবে ঝাঁকাচ্ছিল।

তিনি আরও বলেন, পাঁচ সেকেন্ড পর বিমানের ডান পাশের লাইটগুলো কাঁপতে শুরু করে এবং আমরা পুড়ার গন্ধ পাই। এরপরই বিমান অবতরণ করা হয় এবং আমরা দৌড়ে বের হয়ে যাই।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
বিশ্বের বৃহত্তম বিমানবন্দরে বছরে চলাচল করতে পারবে ২৬ কোটি যাত্রী
এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
X
Fresh