logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

চীনে ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ আগস্ট ২০১৯, ২৩:৫৬
চীন, লেকিমা
ছবি: চীনের সরকার পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া
চীনের তিনটি প্রদেশে ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে ৪৫ জন নিহত এবং ১৬ জন নিখোঁজ হয়েছেন। এখনও মুষলধারে বৃষ্টি এবং প্রবল বাতাস অব্যাহত আছে।

bestelectronics
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের সরকার পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া।

এদিন ঝেজিয়াং প্রদেশের বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর জানায়, প্রদেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আছেন নয়জন।

ঝেজিয়াংয়ের ৬.৬৮ মিলিয়ন মানুষ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের শিকার হয়। তাদের মধ্যে ১.২৬ মিলিয়ন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

প্রদেশটির দুই লাখ ৩৪ হাজার হেক্টর জমির ফল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য ২৪.২২ বিলিয়ন ইউয়ান ( প্রায় ৩.৪ বিলিয়ন ডলার)।

স্থানীয় সময় গত শুক্রবার দিনগত রাত একটা ৪৫ মিনিটে ঝেজিয়াংয়ের ওয়েনলিং শহরে আঘাত হানে লেকিমা।

এরপর রোববার রাত আটটা ৫০ মিনিটে শ্যানডোং প্রদেশের কিংদাও উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

শ্যানডোংয়ে লেকিমার আঘাতে পাঁচজন নিহত এবং সাতজন নিখোঁজ হয়েছেন। প্রদেশটির ১.৬৬ মিলিয়ন মানুষ ঘূর্ণিঝড়টির শিকার হন।

তাদের মধ্যে এক লাখ ৮৩ হাজার ৮০০ মানুষকে সোমবার সকালে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে প্রদেশটি জরুরি ব্যবস্থাপনা বিভাগ।

এছাড়া লেকিমার আঘাতে পাশের অ্যানহুই প্রদেশে একজন নিহত হয়েছেন।

প্রদেশটির একাধিক বসতবাড়ি, ফসলি জমি, রাস্তা ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ ও টেলিকমিউনিকেশন্স সরবরাহ বিঘ্নিত হওয়ায় ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

কে/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়