• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কিম ক্ষমা প্রার্থনা করে দেখা করতে চেয়েছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ০৭:১৯
ডোনাল্ড ট্রাম্প, কিম জং উন,
ফাইল ফটো (যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ থেকে নেয়া)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমা প্রার্থনা করে সমঝোতার জন্য আরও একবার দেখা করতে চেয়েছেন।

শনিবার তিনি একথা জানান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরপরই কিম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে তিনি কিমের কাছ থেকে একটি তিন পৃষ্ঠার চিঠি পেয়েছেন। এখন নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে ছুটি কাটাচ্ছেন তিনি।

তিনি ছুটি কাটালেও শনিবার টুইট বার্তায় কিমের পাঠানো চিঠির বেশকিছু কথা জানান। তিনি জানান, কিম চিঠির বেশির ভাগ জায়গায় এই মহড়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়া মহড়াটিকে হুমকি হিসেবে দেখছে। এটি শেষ হলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দেবে বলে নিশ্চিত করেছেন কিম।

ট্রাম্প জানান, তিনি অল্প সময়ের ব্যবধানেই কিমের সঙ্গে দেখা করতে চান।

এর আগে তিনবার সাক্ষাৎ করেছেন ট্রাম্প ও কিম। প্রথমবার সিঙ্গাপুরে, দ্বিতীয়বার ভিয়েতনামে এবং তৃতীয়বার কোরিয়ান ডিমিলিটারাইজড জোনে দেখা করেন তারা।

আরও পড়ুন

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh