• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পূর্ব পাকিস্তানের পর দ্বিতীয় বৃহত্তম ঘটনা কাশ্মীর: জারদারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৯, ২১:০১
পাকিস্তান, আসিফ আলি জারদারি,
ছবি: পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ

পূর্ব পাকিস্তান আলাদা হওয়ার পর কাশ্মীর ইস্যুটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বুধবার পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ।

জারদারি বলেন, কাশ্মীরের জন্য পাকিস্তান পিপলস পার্টি গঠিত হয়েছিল। জুলফিকার আলি ভুট্টো সমঝোতার পর ইন্দিরা গান্ধীর কাছ থেকে এটি ফিরিয়ে নেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে দেশটি বিভক্ত হয়ে যাবে। ভারত এবং অধিকৃত কাশ্মীরের মুসলিমরা এখন মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব বুঝতে পারছে।

পাকিস্তান পিপলস পার্টির নেতা জারদারি বলেন, ভারত কি জানে না যে পাকিস্তানে বিশেষভাবে উপযুক্ত গণতন্ত্র আছে?

তিনি বলেন, আমার শাসনামলে এই ঘটনা ঘটলে আমি সংযুক্ত আরব আমিরাত, চীন, রাশিয়া ও ইরানের কাছে যেতাম। আমরা আমাদের বন্ধুদেরকে পাশে রাখতাম।

সোমবার ভারত তাড়াহুড়ো করে রাষ্ট্রপতির এক আদেশের মাধ্যমে দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে। এর ফলে ভারত অধিকৃত কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল হয়ে যায়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh