• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে দুটি হামলায় ৫১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ১৭:৪০
ইয়েমেন, এডেন
ছবি: সংগৃহীত

ইয়েমেনের এডেন বন্দরে বৃহস্পতিবারের দুটি হামলায় ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা।

তিনি জানান, শহরটির কাছাকাছি ব্রেইকা এলাকার আল-গালা ক্যাম্পের এক মিলিটারি প্যারেডে এদিন দুপুরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হন।

এর আগে সকালে এক পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত হন বলেও উল্লেখ করেন তিনি। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

এই কর্মকর্তা জানান, এই দুই হামলায় মোট ৫৬ জন আহত হন। তবে হতাহতদের মধ্যে কতজন সামরিক বা বেসামরিক নাগরিক তা জানাননি তিনি।

এই হামলার দায় স্বীকার করে দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধরত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওয়েবসাইটে বলা হয়েছে, আল-গালা ক্যাম্পে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পরিবর্তন হচ্ছে ইরানের মুদ্রার নাম
---------------------------------------------------------------

এদিকে আবদেল দায়েম আহমেদ নামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, এডেনের কাছাকাছি ওমার আল-মুখতার এলাকার পুলিশ স্টেশনটিতে একটি বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়।

ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মধ্যে অন্তত তিনজন পুলিশ সদস্য আছেন। এছাড়া এই বিস্ফোরণে তিনজন বেসামরিক নাগরিকসহ অন্তত ২০ জন আহত হন।

ইয়েমেনের এডেন কেন্দ্রিক সরকারকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই সরকার দেশটির রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের বেশির ভাগ শহর দখল করা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইডেনের হুমকির ২৪ ঘণ্টা না যেতেই ইয়েমেনে ফের হামলা
প্রয়োজনে আরও হামলা হবে : বাইডেন
ইয়েমেনে হামলা বন্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ 
ইয়েমেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি হুতিদের 
X
Fresh