• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভয়াবহ দাবদাহের কারণে ফ্রান্সে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৯, ২২:০৭
ফ্রান্স, দাবদাহ
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবদাহে পুড়ছে ফ্রান্সসহ গোটা পশ্চিম ইউরোপ। গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

গরম থেকে বাঁচতে মানুষ বসতবাড়ি ছেড়ে বের হওয়া বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে কলকাতা24x7 নামের একটি ভারতীয় গণমাধ্যম।

ফ্রান্সের প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতায় বলা হয়, খুব দরকার না পড়লে দুপুরের দিকে ঘর ছেড়ে না বের হওয়ায় ভালো।

এদিকে, গত বুধবার বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে যথাক্রমে ৪১.৮, ৪১.৫, ৪০.৮ ও ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপমাত্রা দিনে দিনে যেভাবে বাড়ছে তাতে আগামীতে এসব রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে করছে এসব দেশের আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, তাপমাত্রা বাড়ায় রেলের লাইন বেকে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ইউরোপের বিভিন্ন দেশে ট্রেনের গতি কমিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা দাবদাহের পর বগুড়ায় স্বস্তির বৃষ্টি
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
গ্রিস থেকে পালতোলা জাহাজ বেলেমে অলিম্পিক শিখা যাচ্ছে ফ্রান্সে
তীব্র তাপদাহে এসএমসির ওরস্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ
X
Fresh