• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৯, ১৫:৪৫
ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা
ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাইরের দেশগুলোর সব সেনা প্রত্যাহারের কথা বলেছে মস্কো এবং এই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে তারা।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিকস-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সম্মিলিত নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ জরুরি।

ল্যাভরভ বলেন, ইরানসহ এ অঞ্চলের ঘটনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যা বড় আকারের সংঘাতের আশঙ্কা জোরদার করেছে। সংঘাত ঠেকাতে এখন আমাদের সবার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো জরুরি।

২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এরপর থেকে ইরানের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ দেশটির আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটিয়েছে আমেরিকা।

ইরানের কথিত হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও পারস্য উপসাগরে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে দেশটি। পাশাপাশি তেলবাহী জাহাজের নিরাপত্তা দেয়ার নামে পারস্য উপসাগরে আন্তর্জাতিক জোটের আওতায় সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপের মাধ্যমে ইরানের সঙ্গে সামরিক সংঘাত অনিবার্য করে তুলছে যুক্তরাষ্ট্র।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh