• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

উড্ডয়নের আগে বিমানের পাখায় উঠলো নাইজেরীয় ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুলাই ২০১৯, ২১:১৭
নাইজেরিয়া
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বিমান কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে ব্যস্ততম একটি বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা জানিয়েছে, একজন অনুপ্রবেশকারী একটি বাণিজ্যিক বিমানের পাখায় চড়ে যাওয়ার পর তাকে আটক করা হয়। ওই বিমানটি উড্ডয়নের জন্য অপেক্ষমাণ ছিল বলে জানিয়েছে নাইজেরিয়ার বিমান কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমসের।

শুক্রবারের ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা গেছে, লাগোসের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের পাখার ওপর ওই ব্যক্তি উঠে গেলে আতঙ্কিত যাত্রীরা হইচই করছে।

নাইজেরিয়ার কেন্দ্রীয় বিমান কর্তৃপক্ষের মুখপাত্র হেনরিয়েট্টা ইয়াকুবু বলেছেন, আজমান এয়ার প্লেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের ক্লিয়ারেন্সের অপেক্ষায় ছিল। তিনি বলে পোর্ট হারকোর্টের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে ‘ভালোভাবে চেক’ করার জন্য বিমানটি থামানো ছিল।

তবে ওই ব্যক্তি কিভাবে বিমানটিতে পৌঁছালো বা তার উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি।

উল্লেখ্য, নাইজেরিয়ার বিমানবন্দরে নিরাপত্তাজনিত এ ধরনের অবহেলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে লাগোসে একটি প্রাইভেট জেটের যাত্রীরা অভিযোগ করেন যে, চোররা সেটির ভেতর ঢুকে পড়ে এবং লাগেজ চুরি করে নিয়ে যায়।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
এমভি আবদুল্লাহ উদ্ধারে যুদ্ধজাহাজ ও বিমান পাঠিয়েছিল ভারত
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
X
Fresh