logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

ট্রাম্পের ইরানি ড্রোন ভূপাতিতের দাবি প্রত্যাখ্যান তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুলাই ২০১৯, ১৮:২৯
ইরান, যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের।

বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে ইউএসএস বক্সার নামের যুদ্ধজাহাজটির কাছাকাছি চলে আসায় ইরানের ড্রোনটি ধ্বংস করা হয়। এটিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটির জন্য হুমকি মনে করে ধ্বংস করা হয়।

কিন্তু ইরানের দাবি, হরমুজ প্রণালী বা অন্য কোথাও দেশটির কোনও ড্রোন খোয়া যায়নি। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক টুইটে বলেন, আমরা হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও কোনও ড্রোন হারাইনি।

তিনি আরও বলেন, আমি চিন্তা করছি যে ইউএসএস বক্সার আবার ভুল করে নিজেদের ড্রোন ভূপাতিত করেনি তো!

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পস (আইআরজিসি) শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন ধ্বংসের দাবি যে মিথ্যা ও ভিত্তিহীন, তা প্রমাণ করতে দ্রুতই ফুটেজ প্রকাশ করা হবে।

এতে বলা হয়, ট্রাম্পের ইরানি ড্রোন ধ্বংসের দাবি ডাহা মিথ্যাচার। ট্রাম্প যে ড্রোনটি ধ্বংসের দাবি করেছেন, সেটি ইউএসএস বক্সারের ছবি তোলার পর নিরাপদে ফিরে এসেছে।

বিবৃতিটিতে বলা হয়, আমরা দ্রুতই একটি ফুটেজ প্রকাশ করবো। এতে দেখা যাবে ইউএসএস বক্সারের হরমুজ প্রণালীতে প্রবেশ এবং এর আগে ও পরের দৃশ্য।

এছাড়া ইরানের ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটির ছবি তুলে ঘাঁটিতে ফিরেছে বলে উল্লেখ করা হয় আইআরজিসির বিবৃতিটিতে।

কে/এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়