• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ফিলিপিন্সে ৫.৮ মাত্রার ভূমিকম্পে আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুলাই ২০১৯, ২০:১৩
ফিলিপিন্স
ছবি: সংগৃহীত

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার মাঝারি এক ভূমিকম্পে ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এসময় বেশ কিছু ঘরবাড়ি, চার্চ এবং অন্যান্য ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় আজ শনিবার ভোর ৪টা ৪২ মিনিটে ওই ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.৮ কিলোমিটার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই ভূমিকম্পের পর আরও তিনবার কম্পন অনুভূত হয়েছে।

পুলিশ প্রধান লে. উইলসন উয়ানাইট বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত মাদ্রিদ শহরে পুলিশ স্টেশনের কর্মকর্তারা কম্পনের সময় টেবিলের নিচে আশ্রয় নেয়। এসময় ফাইল রাখা ক্যাবিনেটে ফাটল দেখা দেয় এবং একটি টেলিভিশন সেট পড়ে যায় এবং একটি টেবিল ভেঙে যায়।

উয়ানাইট বার্তা সংস্থা এএফপিকে আরও বলেন, আমরা মানুষজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে দেখেছি। এসময় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে এবং আমরা প্রাথমিকভাবে ছয়জনের আহত হওয়ার খবর পেয়েছিলাম।

তিনি বলেন, কংক্রিটের দেয়ালে ফাটল দেখা দেয়ার পর মাদ্রিদ জেলা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়। উয়ানাইট বলেন, মাদ্রিদের একটি পুরনো কারপার্কিংয়ের ছাদ ধসে পড়লে দমকল বাহিনীর দুটি ট্র্যাক ও তিনটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
X
Fresh