• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইরানি ট্যাংকার থেকে আরও দুই ক্রু আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৯, ১৫:০৩
ইরানি জাহাজ ক্রু আটক
ইরানি জাহাজ

জিব্রাল্টার প্রণালীতে আটক ইরানি তেলবাহী সুপার ট্যাংকারের আরও দুই ক্রুকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে ট্যাংকারটি আটক করেছিল ব্রিটিশ মেরিন সেনারা। খবর পার্সটুডের।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার পুলিশ কর্তৃপক্ষ বলেছে, ইরানি সুপার ট্যাংকার গ্রেস-১ থেকে আরও দুই ক্রুকে আটক করা হয়েছে। এর একদিন আগে জাহাজের ক্যাপ্টেন ও চিফ অফিসারকে আটক করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আটক চারজনই ভারতীয় নাগরিক এবং তাদেরকে আইনি সহায়তা নেয়ার পূর্ণ অধিকার দেয়া হয়েছে।

গত ৪ জুলাই তেল ট্যাংকারটি আটক করার পর থেকে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। ব্রিটেন দাবি করছে- অপরিশোধিত তেল নিয়ে সিরিয়ার উদ্দেশে যাওয়ার সময় জাহাজটি আটক করা হয়। তবে ইরান বলছে জাহাজটি সিরিয়ায় যাচ্ছিল না এবং সিরিয়ার কোনও বন্দরেই এ ধরনের জাহাজ ভিড়তে পারে না। সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে।

জাহাজটি আটকের পরপরই স্পেন জানায়, মার্কিন সরকারের অনুরোধে ইরানি জাহাজটি আটক করেছে ব্রিটিশ সেনারা। জিব্রাল্টারের মালিকানা নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh