• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মৃত দাতার প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৯, ১৫:৫৯
জরায়ু প্রতিস্থাপন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিস্থাপিত জরায়ু থেকে শিশুর জন্ম

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রতিস্থাপিত জরায়ু থেকে এক সুস্থ শিশুর জন্ম দিয়েছে দেশটির এক ক্লিনিক। এর আগে মৃত এক নারীর দানকৃত জরায়ুটি সন্তান জন্ম দেয়া নারীর শরীরে প্রতিস্থাপন করা হয়।

এই কাজের সঙ্গে জড়িত গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মদানের ক্ষেত্রে এটা দারুণ এক সফলতা। বিশেষ করে যেসব নারী জরায়ু সমস্যার কারণে সন্তান জন্ম দিতে পারেন না তাদের জন্য বেশ সহায়ক হবে পদ্ধতিটি।

প্রতিস্থাপিত জরায়ু থেকে ওই শিশুর জন্ম হয় যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকে। এই ক্লিনিকেই জরায়ু প্রতিস্থাপন করা হয়েছিল এবং এখানেই শেষ পর্যন্ত শিশুর জন্ম হলো। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জুনে ক্লিনিকটির সিজারিয়ান সেকশনে শিশুটির জন্ম হয়। শিশুর জন্ম দেন ত্রিশোর্ধ্ব এক নারী।

সন্তান জন্ম দেয়া এই নারী জরায়ু ছাড়াই জন্মেছিলেন। একই কারণে যারা সন্তান জন্ম দিতে পারছেন না তাদের সমস্যা সমাধানের জন্য পরীক্ষামূলক পদক্ষেপে অংশ নেন তিনি। জরায়ু সমস্যায় যারা থাকেন তারা হয়তো জরায়ু ছাড়াই জন্ম নেন কিংবা বিভিন্ন ইনফেকশনের কারণে তা ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বন্ধ্যা হয়ে যান।

প্রক্রিয়াটি সম্পর্কে জরায়ু প্রতিস্থাপন দলের সদস্য ডাঃ টমাসো ফ্যালকন বলেন, সন্তান জন্মদানের পর নাম গোপন রাখা ওই রোগীর প্রতিস্থাপিত জরায়ুটি সরিয়ে নেয়া হয়। তিনি আরও বলেন, মৃত্যুর পর যেকেউ তাদের জরায়ু দান করে দিতে পারেন এবং এটি খুব ভালো কাজ করবে।

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ১৫ মাস সময় লেগেছে। মোট সাতটি ধাপে এটা করা হয়। সব মিলিয়ে এটা ছিল বেশ জটিল একটি কাজ।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh