• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এয়ার ইন্ডিয়া জমজমের পানি বহন নিষিদ্ধ করে ক্ষমা চাইলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৯, ১৭:৫৭
এয়ার ইন্ডিয়া জমজমের পানি বহন নিষিদ্ধ
ফাইল ফটো

ভারতের এয়ারলাইন এয়ার ইন্ডিয়া তাদের বিমানে জমজমের পবিত্র পানি বহন নিষিদ্ধ করার পর ক্ষমা চেয়ে তা পুনর্বহাল করেছে।

ভারতীয় প্রবাসীরা এই নিষেধাজ্ঞায় অসন্তোষ প্রকাশের পর মঙ্গলবার সকালে এয়ারলাইনটির টুইটার হ্যান্ডলে একথা জানানো হয়।

এয়ার ইন্ডিয়া জানায়, AI966 ও AI964 এ যাত্রীদেরকে জমজমের পানির পাত্র বহন না করতে দেয়া নির্দেশনাটি সংশোধন করা হয়েছে।

আরও জানায়, সংশোধিত নির্দেশনা হলো যাত্রীরা তাদের অনুমোদনযোগ্য লাগেজের সঙ্গে জমজমের পানির পাত্র বহন করতে পারবে।

আগে দেয়া নির্দেশনাটির জন্য যাত্রীরা যে অসুবিধা ভোগ করেছে, তার জন্য ক্ষমাপ্রাথর্নাও করেছে ভারতীয় এয়ারলাইনটি।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমসকে জানান, নিষেধাজ্ঞাটি ছোট বিমানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

তিনি নাম না প্রকাশের শর্তে আরও জানান, ছোট বিমানগুলোতে জায়গা স্বল্পতার জন্য অভ্যন্তরীণভাবে বিষয়টি উল্লেখ করা হয়।

আরেক কর্মকর্তা জানান, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তাছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সৌদি আরবে যায় মুম্বাই ও দিল্লি মতো বড় শহরগুলোর বাসিন্দারা।

তিনি জানান, এক্ষেত্রে বড় বিমান ব্যবহার করে এয়ার ইন্ডিয়া। আর বড় বিমানগুলোতে জমজমের পানির পাত্র বহনের অনুমতি আছে।

তিনি আরও জানান, ২০১৪ সালের এক চুক্তি অনুসারে ভারতীয় হজযাত্রীরা জেদ্দা থেকে ফেরার পথে জমজমের পানির বোতল বহন করতে পারবে।

কে/ডি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
ওমরাহর সুযোগ আরও সহজ করল সৌদি
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh