logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ৮ কার্তিক ১৪২৬

ক্যালিফোর্নিয়ায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৫ জুলাই ২০১৯, ০৮:৫১ | আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:৫০
সাউদার্ন ক্যালিফোর্নিয়া ভূমিকম্প
ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের কেন্দ্রটি ছিল লস এঞ্জেলেস থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট এলাকায়। এই ভূমিকম্পে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটেছে আগুন লাগার ঘটনাও।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরজুড়ে আগুন নেভাতে কাজ করছে তারা। একইসঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রিডগেক্রেস্ট এলাকায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জনবসতি থেকে দূরে ভূমিকম্পটি হওয়ায় খুব বড় বিপর্যয় ঘটেনি।

ডি/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়