logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ভারতে রান্নার গ্যাসের দাম কমলো

আরটিভি অনলাইন ডেস্ক
|  ০১ জুলাই ২০১৯, ১৬:৫১ | আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৭:৫৭
ভারতে রান্নার গ্যাসের দাম কমলো
ফাইল ছবি
ভারতে ভর্তুকিহীন এলপিইজি রান্নার গ্যাসের দাম ১০০ রুপি ৫০ পয়সা কমানো হয়েছে। ফলে এখন থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়বে ৬৬২ রুপি। আর ভর্তুকিযুক্ত গ্যাসের সিলিন্ডার দাম পড়বে ৪৯৪ রুপি ৩৫ পয়সা।

আজ সোমবার থেকে এই দাম কার্যকর হবে। রোববার ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল রান্নার এলপি গ্যাসের দাম কমানোর এই ঘোষণা দেয়।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার অজুহাতে গত মাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল সিলিন্ডার প্রতি ২৫ রুপি। যার ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে ৭৬৩ রুপি ৫০ পয়সা হয়।

ভারতে প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪ দশমিক ২ কেজি এলপি গ্যাস থাকে।

১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। এর ফলে নতুন দাম হয়েছে ১ হাজার ১৮৮ রুপি ৫০ পয়সা।

ভারতে গ্যাসের মূল্য কমানোর ক্ষেত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম কমা এবং ডলারের সঙ্গে রুপির মূল্য সমন্বয়ের কারণে দাম কমানো হয়েছে।

এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়