• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

গ্রেপ্তারের পর ফিলিস্তিনি মন্ত্রীকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জুন ২০১৯, ১৯:৫৩
মন্ত্রী ফাদি আল-হামদি
ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হামদি

ইসরায়েলি কর্তৃপক্ষ আজ রোববার একজন ফিলিস্তিনি মন্ত্রীকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দিয়েছে। পূর্ব জেরুজালেমে নিজের বাসা থেকে জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হামদিকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর ছেপেছে বার্তা সংস্থা শিনহুয়া।

আল-হামদির আইনজীবী মুহান্নাদ জাবারা বলেন, ইসরায়েলের ডানপন্থি সরকারের চাপেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা ও তার প্রতিনিধি দলকে শহরে আল-আকসা মসজিদে ঘুরানোর পর আল-হামদিকে গ্রেপ্তার করা হয় বলেই দাবি করেন জাবারা।

জাবারা বলেন, আল-হাদমিকে আটকে রেখে জেরুজালেম এবং আল-আকসা মসজিদে চিলির প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার ঘটনায় ‘ইসরায়েলের সার্বভৌমত্ব’ লঙ্ঘন হওয়ার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলকে আল-আকসা মসজিদে সফর করান আল-হাদমি। আর এতেই ক্ষুব্ধ হয় ইসরায়েল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেরুজালেম বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান আল-হামদি।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সংহতি
প্রেমের ফাঁদে ফেলে ৩৫ লাখ টাকা চাঁদা, গ্রেপ্তার ৭
যে কারণে ইসরায়েলকে আইসিসির সতর্কবার্তা
X
Fresh