logo
  • ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

ট্রাম্পের ছেলের মুখে থুথু নারী কর্মচারীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৮ জুন ২০১৯, ২১:১৮ | আপডেট : ২৯ জুন ২০১৯, ১৪:২৬
এরিক ট্রাম্প - rtvonline
ছবি: যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু ফেলেছেন এক বারের একজন নারী ওয়েটার।

মঙ্গলবার দেশটির ইলিনয় রাজ্যের শিকাগো শহরের অ্যাভিয়ারি বারে এক ব্যবসা সংক্রান্ত নৈশভোজনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাম্প অর্গানাইজেশনের একজন প্রতিনিধি।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম শিকাগো ট্রিবিউনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

তবে ট্রাম্প অর্গানাইজেশনের অন্য এক প্রতিনিধির কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনও ধরনের মন্তব্য করেননি।

এদিকে এরিক ব্রেইবার্ট নিউজকে জানান, যিনি এই ন্যক্কারজনক আচরণ করেছেন, তার অবশ্যই মানসিক সমস্যা আছে।

অ্যাভিয়ারি এক বিবৃতিতে জানায়, কোনও কাস্টমারের মুখে থুথু ফেলা উচিত নয়। এরিকের মুখে থুথু ফেলা ওয়েটারের সঙ্গে এখনও আমাদের কোনও কথা হয়নি।

আমাদের এইচআর (মানবসম্পদ) টিম তাকে ছুটিতে পাঠিয়েছে বলেও বিবৃতিটিতে উল্লেখ করেছে অ্যাভিয়ার কর্তৃপক্ষ।

শিকাগো পুলিশের প্রধান টুইটারে জানান, এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নেবে পুলিশ এবং ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ এই নারীকে পুলিশের হাতে সোপর্দ করে কিন্তু প্রেসিডেন্টের ছেলে তার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ও সহযোগীদের সঙ্গে এমন ঘটনা নতুন নয়। প্রেসিডেন্টের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্সকে গত বছর ভার্জিনিয়ার একটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলা হয়।

কে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়