• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সহকর্মীর গুলিতে তিন সৌদি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ জুন ২০১৯, ১১:৩২
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সেনাবাহিনীতে সোমবার গুলির ঘটনা ঘটেছে। এক সেনাসদস্য গুলি করে তার তিন সহকর্মীকে হত্যা করেছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে।

আরবি ভাষার সংবাদ সংস্থা ‘আস-সাবাক নিউজ’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রটি দাবি করেছে।

তবে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। সৌদি আরবের জিযান প্রদেশটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী হামলা চালাচ্ছে।

দরিদ্র প্রতিবেশী ও মুসলিম দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে মানুষ হত্যার প্রতিবাদে স্বাধীনচেতা কোনও সেনা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা, অস্ত্র নিয়ে থানায় হাজির স্বামী
যে কারণে মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদের অনুমতি লাগবে
তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
X
Fresh