• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবের কাছে অস্ত্র বেচা বেআইনি: যুক্তরাজ্যের কোর্ট অব আপিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৯, ২৩:০১
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান

সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বেচা বেআইনি বলে একটি রুল ঘোষণা করেছেন যুক্তরাজ্যের কোর্ট অব আপিল।

কারণ হিসেবে রুলে বলা হয়েছে, দেশটির মন্ত্রীরা ইয়েমেনে নির্বিচারে বেসামরিক নাগরিক হতাহতে তাদের ভূমিকার বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন।

ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড নামের একটি সংগঠনের চ্যালেঞ্জের প্রেক্ষিতে বৃহস্পতিবার লন্ডনের তিন জ্যেষ্ঠ বিচারক এই রুল জারি করেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

এই রুলে বলা হয়, আইনের একটি তাৎপর্যপূর্ণ দিকে থেকে সৌদি আরবের কাছে সরকারের অস্ত্র বেচার সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটি ভুল ছিল।

আদালতের সিদ্ধান্তটি ঘোষণা করেন বিচারক স্যার টেরেন্স এদারটন। এসময় বিচারক স্টেফেন ইরউইন এবং রবিন্দার সিং উপস্থিত ছিলেন।

এদারটন বলেন, এর আগে ইয়েমেনে সংঘাত চলাকালে সৌদি নেতৃত্বাধীন জোটটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা তা মূল্যায়নের কোনও চেষ্টা করেনি সরকার।

তিনি বলেন, আদালতের নেয়া আজকের সিদ্ধান্তের অর্থ এই নয় যে সৌদি আরবের কাছে অস্ত্র বেচার লাইসেন্স তাৎক্ষণিক স্থগিত করা হলো।

তিনি আরও বলেন, পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন জোটটির কাছে অস্ত্র বেচার লাইসেন্স দেয়ার আগে তাদের আগের কর্মকাণ্ডগুলো অবশ্যই মূল্যায়ন করতে মন্ত্রীদেরকে।

সৌদি আরবের কাছে অস্ত্র বেচার লাইসেন্স দেয়ায় যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড অভিযোগ, এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি আছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি 
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
X
Fresh