• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৯, ১৯:০১
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি এক্সপ্রেস

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান পর্যবেক্ষক সংস্থা।

সোমবার (১৭ জুন ২০১৯) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির বরাত দিয়ে একথা জনায় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

ভূমিকম্পের পর অঞ্চলটি থেকে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

দেশটির তিমোর দ্বীপের কুপাং শহরের ১৩৩ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে জানায় ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার।

যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি এক্সপ্রেস জানায়, ব্রিটিশ সামার টাইম (বিএসটি) অনুসারে এদিন সকাল পৌনে সাতটায় ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে দুপুর ১২টা চার মিনিটে ওয়েস্ট সুমাত্রার উপকূলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং উপকূলটি থেকেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় গণমাধ্যমটি।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিকস কাউন্সিলের এক মুখপাত্র জানান, প্রথম ভূমিকম্পটির পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় বড়-ছোট মিলিয়ে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে।

উল্লেখ্য, রিং অব ফায়ার (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া। পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় ৯০ শতাংশ আঘাত হানে এই অঞ্চলে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh