logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, ৩০ কার্তিক ১৪২৬

ভুটানে সবচেয়ে বেশি বেতন পাবেন শিক্ষক-মেডিকেল কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ জুন ২০১৯, ২৩:১৮ | আপডেট : ১৫ জুন ২০১৯, ২৩:২২
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। ছবি: ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস
ভুটানে সরকারি চাকরিজীবীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদেরকে সবচেয়ে বেশি বেতন দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদন ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস ভুটানের নিউজ পোর্টাল দ্য ভুটানিজ এর বরাত দিয়ে জানায়, গত ৫ জুন এই সিদ্ধান্ত নেয়া হয়।

এটিকে ‘বিরাট সুকৌশলী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে নিউজ পোর্টালটি জানায়, এই ঘোষণার ফলে দেশটিতে বিদ্যমান বেতন কাঠামো সম্পূর্ণ পাল্টে যাবে।

ভুটানের বর্তমান বেতন কাঠামো অনুসারে আনঅফিসিয়াল সিভিল সার্ভিস অ্যামিনিস্ট্রেটররা প্রশিক্ষণ, ভ্রমণ ও ভাতাসহ সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

নিউজ পোর্টালটির খবরে বলা হয়, প্রায় আট হাজার ৬৭৯ শিক্ষক এবং চার হাজার মেডিকেল কর্মী এই বেতন কাঠামোর আওতায় আসবেন।

ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশ করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বেতন কাঠামো অনুসারে শিক্ষকতা হবে সবচেয়ে বেশি বেতনের পেশা।

দেশটির বেতন কাঠামো সংস্কারের বিষয়ে দ্য ভুটানিজ এর খবরে বলা হয়, শিক্ষকতা ও মেডিকেল পেশায় কাজের চাপ ও সময়সীমা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়