• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ধূলিঝড় ও বজ্রাঘাতে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুন ২০১৯, ১৫:৫২
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ধূলিঝড় ও বজ্রাঘাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন।

রাজ্যের একজন ত্রাণ কমিশনার বলেছেন, ধূলিঝড় ও ব্রজপাতের কারণে মাইনপুরিতে ছয়জন, ইতাহ ও কাশগঞ্জে তিনজন করে এবং মোরাদাবাদ, বাদাউন, পিলিবিথ, মাথুরা, কানৌজ, সাম্বাল ও গাজিয়াবাদে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ধূলিঝড় ও বজ্রপাত হয়। এসময় গাছ উল্টে যায় এবং ঘরবাড়ি ধসে পড়ে।

রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, ধূলিঝড় ও বজ্রপাতের ঘটনায় কেবল মাইনপুরি জেলাতেই ৪১ জন আহত হয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্য তথ্য সচিব অবনীশ আস্থি বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দায়িত্বে থাকা মন্ত্রীদের ত্রাণ কার্যক্রম দেখভালেরও নির্দেশ দিয়েছেন তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ এই ধূলিঝড় ও বজ্রপাতের ঘটনায় আটটি গবাদিপশুও মারা গেছে।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh