• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুতিন আমার বেস্ট ফ্রেন্ড: চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০১৯, ২০:০৬
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করমর্দন করছেন। ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং জানিয়েছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন তার ‘বেস্ট ফ্রেন্ড’। দুই দেশের বাণিজ্য ও সম্পর্ক জোরদার করতে সি চিনপিংয়ের তিনদিনের রাশিয়া সফরকালে তিনি একথা জানান বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

চীনের প্রেসিডেন্ট বুধবার রাশিয়ায় পৌঁছান এবং পরে একটি সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার ‘গভীর ব্যক্তিগত বন্ধুত্ব’ আছে ।

তিনি বলেন, গত ছয় বছরে আমরা প্রায় ৩০ বার সাক্ষাৎ করেছি। রাশিয়ায় আমি সবচেয়ে বেশিবার সফর করেছি এবং প্রেসিডেন্ট পুতিন আমার সবচেয়ে ‘বেস্ট ফ্রেন্ড অ্যান্ড কলিগ’।

পুতিনের কণ্ঠেও একই সুর প্রতিধ্বনিত হয়। তিনি জানান, রাশিয়া-চীনের সম্পর্ক একটি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এটি হলো একটি বৈশ্বিক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা।

সি চিনপিং এবং ভ্লাদিমির পুতিন যেন তাদের সম্পর্কের ভবিষৎ দেখছেন। ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

সি চিনপিংয়ের এই সফরে দুই দেশের একাধিক বাণিজ্য চুক্তিসই হয়েছে এবং তিনি মস্কো চিড়িয়াখানায় দুটি পান্ডা অবমুক্ত করেন।

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ যখন চরম পর্যায়ে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফরের বিষয়টি সামনে এলো।

ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। মূলত যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো চীন ও রাশিয়ার প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় এই দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে।

পাঁচ বছর আগে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে পশ্চিমা দেশগুলো এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরি হয়। এছাড়া ২০১৫ সালে সিরিয়ায় আসাদ সরকারকে সহযোগিতা করার জন্য দেশটিকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়।

এদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর। কারণ ট্রাম্প প্রশাসন বিশ্বায়নের বিপক্ষে গিয়ে অর্থনৈতিক জাতীয় সংরক্ষণবাদের পক্ষে অবস্থান নেয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh