itel
logo
  • ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২৯ জন, আক্রান্ত ৩২৮৮ জন, সুস্থ হয়েছেন ২৬৭৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সিংহকে ফাঁকি দিয়ে কুকুরের বেঁচে যাওয়ার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ মে ২০১৯, ১৪:০৫ | আপডেট : ৩০ মে ২০১৯, ১৪:১২
বনের রাজা সিংহ। সে যখন শিকার করে তখন রাজার মতোই করে। তার শিকারে পরিণত হওয়া কোনও প্রাণির সাধ্য নেই পালিয়ে যাওয়ার। কিন্তু সম্প্রতি একটি ব্যতিক্রমী ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওটি মূলত জিম্বাবুয়ের হুয়াঙ্গে ন্যাশনাল সাফারি পার্কে করা হয়েছে। এতে দেখা যায়, একটি কুকুরকে মুখে নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে সিংহ। মুখে থাকা কুকুরটির অবস্থা দেখে মনে হবে, এটি এরই মধ্যে মারা গেছে কিংবা না মরলেও সামান্য নড়ারও সামর্থ্য নেই।

সিংহ যখন কুকুরটিকে নিয়ে যাচ্ছিল তখন কুকুর পালের অন্য সদস্যরা সিংহকে বিরক্ত করার চেষ্টা করছিল। এক পর্যায়ে তারা সফল হয়। তখন মুখে রাখা কুকুরটিকে ফেলে দিয়ে অন্য কুকুরকে তাড়া করে সিংহ কিন্তু সেগুলোকে ধরতে পারেনি। এই ফাঁকে মুখ থেকে ছাড়া পাওয়া কুকুরটিও দৌড়ে পালিয়ে যায়। ফলে শিকার হারায় সিংহ।

প্রসঙ্গত, সিংহের বোকামির এই ভিডিওটি ১৬ মে প্রকাশিত হয়। এরই মধ্যে ভিডিওটি ২৯ লক্ষ বার দেখা হয়েছে।

ডি/এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৫৯৬৭৯ ৭০৭২১ ১৯৯৭
বিশ্ব ১১১৯০৬৭৮ ৬২৯৭৯১০ ৫২৯১১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়