• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৯, ২৩:৪১
ছবি: সংগৃহীত

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এখন সবার চোখ তার শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে। এর আগে তিনি প্রথম মেয়াদের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার মন্ত্রিপরিষদসহ তিনি ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

দেশটির প্রেসিডেন্ট মোদির পদত্যাগপত্র গ্রহণ করে তাকে এবং তার মন্ত্রিপরিষদকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এদিন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য নৈশভোজনের আয়োজন করেন রামনাথ কোবিন্দ।

শপথগ্রহণের আগে আগামী ২৮ মে নরেন্দ্র মোদি তার নির্বাচনী আসন বারানসিতে যাবেন। সেখান থেকে তিনি গুজরাটে যাবেন। এবার এই রাজ্যের ২৬ আসনেই জয় পেয়েছেন তিনি।

এই সফরে তিনি তার মা হিরাবেনের সঙ্গেও দেখা করবেন। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মায়ের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নেন।

সম্প্রতি নরেন্দ্র মোদি ভোট দেয়ার জন্য গুজরাটে যান। তখনও তিনি তার মায়ের সঙ্গে দেখা করেন। এই সফরে একদিন তিনি গান্ধীনগরেও থাকবেন।

তবে এখনও তার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিন নির্ধারিত হয়নি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের
ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
জ্যোতির ফিফটিতেও রক্ষা পেল না টাইগ্রেসরা, এগিয়ে গেল ভারত
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
X
Fresh