• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

থাইল্যান্ডে আবর্জনা থেকে নবজাতককে উদ্ধার করলো পঙ্গু কুকুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৯, ২০:৫৭
ছবি: থাইল্যান্ডের গণমাধ্যম খায়োসোদ ইংলিশ

থাইল্যান্ডে ন্যাখোন র‌্যাতচ্যাসিমা প্রদেশে একটি পঙ্গু কুকুর আবর্জনা থেকে এক কিশোরী মায়ের ফেলে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকারী কুকুরটির পেছনের ডান পা অচল।

শনিবার (১৮ মে) পুলিশ একথা জানায় বলে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত বুধবার (১৫ মে) চুমপুয়াং জেলার এক ফার্মের কাছাকাছি আবর্জনার স্তূপের মধ্যে শুইয়ে রেখে যাওয়া নবজাতক ছেলেশিশুটিকে একই দিনে খুঁজে পায় পিং পং নামের কুকুরটি।

কুকরটির মালিক একজন পশুপালক। তিনি পিং পংকে নিয়ে ফার্মের কাছাকাছি গেলে প্রাণিটি আশেপাশের মাটি হাঁচড়াতে এবং ঘেউ ঘেউ করতে শুরু করেন।

পুলিশ কর্মকর্তা প্যানুভ্যাত উদকাম ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থাটিকে বলেন, আমার মনে হয় শিশুটিকে আবর্জনা চাপা দিয়ে রেখে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কুকুরটি খুঁজে পায়।

তিনি বলেন, শিশুটি যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী। হাসপাতালে শিশুটি ভালোই আছে। তবে এখনও শিশুটির নাম দেয়া হয়নি।

শিশুটির কিশোরী মাকে হত্যাচেষ্টা ও শিশু ফেলে দেয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। প্যানুভ্যাত বলেন, ১৫ বছর বয়সী এই কিশোরী তার বাবা-মার ভয়ে শিশুটিকে আবর্জনায় রেখে যান।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা শিশুটিকে উদ্ধার করায় প্রশংসায় ভাসাচ্ছে পিং পংকে।

খায়োসোদ ইংলিশ নামের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে একজন মন্তব্য করেছেন, মানুষের ‘সবচেয়ে ভালো বন্ধু’হলো কুকুর।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh