• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নদীতে মিললো রোহিঙ্গা মুসলিমের মুণ্ডবিহীন দেহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

অনলাইন ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:২২

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই মুণ্ডবিহীন দেহ মিললো এক রোহিঙ্গা মুসলিমের।

মিয়ানমারের রাখাইন প্রদেশের মংড়ু জেলার প্রতিটি গ্রাম যেনো মৃত্যুপুরী। মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে গেলো দেড় মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর নারকীয় তাণ্ডব ও নৃশংস নির্যাতনে সহায়সম্বল ও ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন অসহায় রোহিঙ্গারা। চোখের সামনে আপনজনদের নির্মমভাবে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

ওখানে সাংবাদিকদের প্রবেশও নিষিদ্ধ করে দেশটির নিরাপত্তা বাহিনী। কিন্তু গেলো বুধবার রাখাইন পরিদর্শনের জন্য সাংবাদিকদের একটি দল নজিরবিহীন সেই সুযোগ পায়। তাদের কাছেই সেনাবাহিনীর দমন পীড়নের বিষয়ে বর্ণনা দিয়েছিলেন ৪১ বছর বয়সী এক রোহিঙ্গা মুসলিম।

তার একদিন পরই অর্থাৎ শুক্রবার নদীতে ভাসতে দেখা যায় ওই ব্যক্তির নিথরদেহ। যে দেহে ছিল না মাথার অংশ।

এদিকে মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে ইতোমধ্যেই বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh